Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পদ্মা মনসা এর অন্তর্গত, নাগর চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে, পূর্বপাশে এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে শতশত লোক অাসা যাওয়া করে এবং স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ চলাচল করতে গিয়ে পরে চরম দুর্ভোগে। এলাকার মানুষের সাথে কথা বলে যানাযায় রাস্তাটির জন্য কয়েক বার অাবেদন করা হয়েছিলো কিন্তু রাস্তাটির কোন উন্নয়নের খবর পাওয়া যায়নি। এলাকার জনগন বলেন ভোলা জেলার অহংকার মাঠি ও মানুষের নেতা জনাব অালহাজ্ব অালী অাজম মুকুল এমপি, সাহেবের কাছে অামাদের অনুরোধ অাপনে অামাদের কে এই দুর্ভোগের রাস্তাটির কাজ দেখার জন্য অাপনার কাছে বিনীত অনুরোধ করিতেছি সৌজন্য এলাকাবাসী