১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী যুবলীগের আয়োজনে আজ শনিবার বিকেলে উপজেলার মধ্যে বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু,
নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু,
পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নেজামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কসবা ইউনিয়ন সভাপতি তৈমুর রহমান, নাচোল ইউনিয়ন মোঃ আনারুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ আওয়ামী যুবলীগের লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের জয়েন্ট সেক্রেটারী মহাম্মদ আলী ।