Sharing is caring!

রূপগগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ভোটারদের সঙ্গে পরিচিতি পেতে প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের মধ্যে হারারবাড়ি এলাকার সমাজসেবক আনছার আলী মিয়া এ ইউনিয়নে চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দিতা করবেন। তাই ঈদের প্রাক্কালে নিজ এলাকার বিভিন্ন। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। অসহায় ও দরিদ্রদের ত্রাণ বিতরন ও যুবকদের ঈদ উপহার দিয়ে আলোচিত হয়ে আছেন তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ সমাজসেবা করে আসলেও আনছার উদ্দিন এতোদিন মাঠে নামেননি। তবে পরবর্তি রূপগঞ্জ ইউপি নির্বাচনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের দুঃখ দুর করতে সহায়ক ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা। এ বিষয়ে আনছার উদ্দিন বলেন, রূপগঞ্জ শহরের পাশে হলেও আধুনিক সুযোগ সুবিধা নাই। তাই আমি নির্বাচিত হলে সকল সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করবো।