Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর আঢ্য বাড়ির সামনে নুর আলমের মালিকীয় ভীমপুর ভ্যারাটিস ষ্টোরে আগুন লাগানোর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকালে চাটখিল সিএন্ডবি রোডের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দোকান মালিক নুর আলম লিখিত বক্তব্যে জানান, তার দোকানে আগুন লাগার ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সাথে জড়িত প্রকৃত অপারাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে অন্যান্য সকল বক্তারা সিসি টিভি ফুটেজ দেখে দোকানে কারা আগুন লাগিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য গত (০৩ নভেম্বর) গভীর রাতে ঐ দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।