Sharing is caring!

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২২
১ লা নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল বাকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত যুব দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালক ডা. আবু তোহা মোহাম্মদ শাকিল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, কোলাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকিয়া সুলতানা রুজি, শ্রীনগর উপজেলা সমাজসেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আদিলুর রহমান, আদর্শ পল্লী উন্নয়ন যুব সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্নু, সাতরং রক্ত দান যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাগর হোসেন, শহীদুল ইসলাম বাবু, রাকিবুল হাসান শাহাবুদ্দিন, ডালিম বেপারি, সাগর হোসেন, রবিন রাজ, শাহীন সরদার, সাজ্জদ হোসেন, আওলাদ পাইক, তন্ময় সহ শ্রীনগর উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় যুব দিবস -২০২২ উপলক্ষ্যে শ্রেষ্ট সংগঠন হিসেবে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ কে ও সফল আত্নকর্মী হিসেবে মুহিতুল ইসলাম বুলবুলকে ক্রেষ্ট প্রদান করা হয়।