Sharing is caring!

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুর ২টায়
সাভার উপজেলা তেঁতুল ঝোড়া ইউনিয়নের, হরিণ ধরা উত্তর পাড়া, রূপায়ন হাউজিং,মাদিনাতুল উলুম আমিনীয়া মাদ্রাসার মাসিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে।
মাদ্রাসার পরিচালক মুফতি মোঃরফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন আমাদের (বিভাগ সমূহ) নূরানী, বিভাগ, নূরানী, তালিমূল, কুরআন, চট্টগ্রাম,বোডের আওতাধীন। হেফজুল কুরআন,নজেরানা এবং কিতাব বিভাগ, স্কুল শিক্ষা,প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সরকারি শিক্ষা বোর্ডের অধীনে। ( পি,এস,সি ও জে,এস,সি পরীক্ষা বাধ্যতামূলক ) আন্তর্জাতিক মানের সব অভিজ্ঞতা সম্পূর্ণ হাফেজ ও নূরানী ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত করা হয়।
প্লে থেকে ৫ ম শ্রেণি পর্যন্ত অধ্যায়নের সাথে সাথে আন্তর্জাতিক মানের হাফেজে কুরআন হওয়ার সু- বেবস্তা রয়েছে। মুফতি মোঃ রফিকুল ইসলাম, আরও জানান যে গরিব, দুঃখী, এতিম বাচ্চাদের ফ্রী তে লেখাপড়া করার সুযোগ রয়েছে , পাশাপাশি বই খাতা ও প্রধান করানো হয়। মাদ্রাসার মাসিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা করেন মাদ্রাসার মাসিক, বেতন খুবই অল্প।
জেনারেল শিক্ষার পাশাপাশি, একজন ছাত্র ও ছাত্রী, কোরাআন আলোকের শিক্ষায় শিক্ষিত হয়ে। আগামীদিনের দেশ পরিচলনা,রাষ্ট্রের বিভিন্ন উচ্চর পদ পরিচালনা করবে। মাদ্রাসাটি সার্বিক নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসি ক্যামেরার,দ্বারা পর্যবেক্ষণ করা হয়।