৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ২৫৫ পিস ইয়াবাসহ আটক-৩

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১
কুষ্টিয়ায় ২৫৫ পিস ইয়াবাসহ আটক-৩

Sharing is caring!

কুষ্টিয়ায় ২৫৫ পিস ইয়াবাসহ আটক-৩

সুমাইয়া আক্তার শিখা
স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়া পাড়া গ্ৰাম থেকে ২৫৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মৃত হিলাল উদ্দিনের ছেলে হাতকাটা মামুন (৪০), মৃত জাকির হোসেনের ছেলে জুয়েল (২৫) ও জুয়েলের স্ত্রী সোনিয়া খাতুন। (১৬আগস্ট) সোমবার সন্ধ্যার পর এই তিন মাদক কারবারিকে আটক করেন বলে জানান কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, থানা পুলিশের কাছে তথ্য আসে কয়েকজন মাদক বিক্রেতা কয়া ইউনিয়নের বানিয়া পাড়ায় ইয়াবা কেনা-বেচার জন্য অবস্থান করছে, এই সময় অভিযান পরিচালনা করা হয়।অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু মাদক কারবারি পালিয়ে যায়। এই সময় তিন জন কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১৩ তারিখ ১৬/৮/২০২১। মাদকের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।