১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মানুষের কর্মসংস্থানের সৃষ্টির মহানায়ক নুরুল ইসলাম

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
মানুষের কর্মসংস্থানের সৃষ্টির মহানায়ক নুরুল ইসলাম

Sharing is caring!

মানুষের কর্মসংস্থানের সৃষ্টির মহানায়ক নুরুল ইসলাম

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :

দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম বলছেন মানবসেবী নুরুল ইসলাম তার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে গেছেন। মানুষের কর্মসংস্থানের সৃষ্টির মহানায়ক নরুল ইসলাম।
তিনি দৈনিক যুগান্তরের মতো পাঠক প্রিয় জাতীয় সংবাদপত্র প্রতিষ্ঠা করে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। তার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোর সফলতা কামনা করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।এছাড়াও নুরুল ইসলামের জীবন ও উন্নয়ন কর্মকান্ডগুলো জনগনের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে ও কালিহাতী যুগান্তরের প্রতিনিধি তারেক আহমেদের আয়োজনে এ দোয়া মাহফিল ও স্মরণসভা পালন করা হয়।

কালিহাতী প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি দাস পবিত্র’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহম্মেদ আব্বাসি,সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সমিতির সভাপতি সাব্বির আহম্মেদ আব্বাসি,প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, ক্রীড়া সম্পাদক সুমন ঘোষ,সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী,দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, সাংবাদিক ইমরুল হাসান বাবু, এম এম হেলাল বাদশা,আব্দুল লতিফ, সবুজ সরকার,আবু সাঈদ, রবিন প্রমুখ। নুরুল ইসলামের স্মরণসভায়
দোয়া মোনাজাত করেন কালিহাতী ইসলামিয়া এতিখানার সুপার মাওলানা মোহাম্মদ মাহবুবর রহমান।