২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকে শিক্ষানুরাগী হাজী হেলাল উদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
ছাতকে শিক্ষানুরাগী হাজী হেলাল উদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

Sharing is caring!

 

জামরুল ইসলাম রেজা
ছাতক প্রতিনিধিঃ
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত হাজী হেলাল উদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শনিবার সকালে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী বহমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনূল হুসেন চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য হাজী ইসহাক আলী, সদস্য আলহাজ্ব সালেহ আহমদ, ছালিক মিয়া চৌধুরী রুকন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান, হাজী সুরুজ মিয়া, মরহুমের পুত্র হাজী সাইফুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আছহাব উদ্দিন, শিক্ষিকা রিনা বেগম, শাহানারা বেগম ডলি, ফাতেমা বেগম প্রমুখ। সভায় বক্তারা মরহুম হাজী হেলাল উদ্দিনের জীবনাদর্শ তুলে ধরে বলেন, এখানের শিক্ষা ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা। সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পাঠ করেন ছাতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু জাহের লাহিন, দিপক রঞ্জন দাসসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আছহাব উদ্দিন।