১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বগুড়া জেলা পুলিশকে গাড়ি উপহার দিয়েছে শিবগঞ্জ পৌরসভা

admin
প্রকাশিত জুন ৭, ২০২১
বগুড়া জেলা পুলিশকে গাড়ি উপহার দিয়েছে শিবগঞ্জ পৌরসভা

Sharing is caring!

বগুড়া জেলা পুলিশকে গাড়ি উপহার দিয়েছে শিবগঞ্জ পৌরসভা

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ থেকেঃ

সোমবার দুপুর ১২ টায় জেলার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার কে গাড়ির চাবি তুলে দেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ সহ শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলার পুলিশ সুপার গাড়ির চাবি হস্তান্তর পর্বে বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে শিবগঞ্জ পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞ। এই গাড়ি যুক্ত হওয়ার ফলে ওই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার কাজ সুবিধা হবে।

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, আমাদের শিবগঞ্জ থানা এলাকা অনেক বড়। বর্তমানে পুলিশের যে পরিমাণ গাড়ি আছে তা দিয়ে টহল ও পুলিশি সেবা দিতে তাদের কষ্ট হয়। এজন্য আমি নিজের পক্ষ থেকে আমার এলাকার মানুষের সহযোগীতায় পুলিশকে এ গাড়ি উপহার দিয়েছি।