২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

রেল টিকিটের শেষ ভরসা খাইরুল!

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯
রেল টিকিটের শেষ ভরসা খাইরুল!

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রামে বসে রেলের যে কোন রুটের টিকিটের অর্ডার নেন খাইরুল। শুধু তাই নয়, কাউন্টার থেকে টিকিট না পেয়ে ফেরত আসা যাত্রীদেরও শেষ ভরসা তিনি। গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে এ তথ্য জানান খাইরুল ইসলাম (২৯)।
শ্রক্রবার (০২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে স্টেশনের কফি হাউসের সামনে থেকে  তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ ভূইয়া।
তিনি বলেন, ঈদ এলেই সক্রিয় হয়ে ওঠে টিকিট কালোবাজারি চক্রগুলো। আজ স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৯ আসন বিশিষ্ট ৩টি টিকিট জব্দ করা হয়। যার মধ্যে ৬টি টিকিট হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলী ট্রেনের ও বাকি ৩টি হচ্ছে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের। এ সময় তার কাছ থেকে টিকিট বিক্রির ৮ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
ওসি মোস্তাফিজ ভূইয়া আরো বলেন, ‘খাইরুলকে গ্রেপ্তার করার পর তার ব্যবহার করা মোবাইলে দেশের বিভিন্ন স্থান থেকে টিকিট সংগ্রহ করার জন্য ফোন আসে। যাদের সবাইকে টিকিট সংগ্রহ করে দেওয়ার আশ্বাস দিয়েছিলো খাইরুল। রেয়াজউদ্দিন বাজার এলাকায় একটি মোবাইলের দোকানে কাজ করার আড়ালে খাইরুল এ টিকিট কালোবাজারি করতো বলে জানান ওসি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
গ্রেপ্তার হওয়া খাইরুল ইসলাম কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ভাবানীপুর গ্রামের মো. অচিম উদ্দিনের ছেলে।