Sharing is caring!

বিশেষ প্রতিনিধিঃ
গত ২৩ জুলাই ফেনীতে জনসেবা জনস্বাস্থ্য নিশ্চতকরনে পৌরসভার একদল ঝটিকা অভিযান চালায়,
উক্ত অভিযানে ফেনীর ট্রাংকরোডস্থ কিউট,আল্ট্রা-প্যাথ,সেভরন,সেনসিভ,লাইফ কেয়ার,মুক্তা ডেন্টাল,আল কেমী,ফেনী সি,টি,স্ক্যান,আলবারাকা, সাইকা হেলথ কেয়ার সহ বিভিন্ন ডায়াগনস্টিক হাসপাতাল গুলো তে অভিযান চালিয়ে
সাইকা হেলথ কেয়ার ব্যাতিত সবকটি প্রতিষ্টানের ট্রেড লাইসেন্স,মূল্য তালিকা, বর্জ্য ব্যাবস্থাপনা,অগ্নি নির্বাপন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
অন্যদিকে “সাইকা হেলথ কেয়ার সেন্টারে” ট্রেড লাইসেন্স সহ অন্যন্যা কাগজ পত্র, অগ্নি নির্বাপন, মূল্য তালিকা,ও যথাযথ বর্জ্য ব্যাবস্থাপনা ঠিক রাখায় পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন সন্তোষ প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার অভিনন্দন পত্র তুলে দেন উক্ত প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান জনাব সায়েদুল ইসলাম (কাওসার) ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনিরুল ইসলাম (বাবু) হাতে।
মেয়র হাজী আলাউদ্দিন স্বাক্ষরিত ধন্যবাদপত্রে উল্লেখ করা হয়, ‘ফেনী পৌরসভার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন টিম কর্তৃক আপনার ব্যবস্থাপনাধীন সাইকা হেলথ কেয়ার সেন্টারের ট্রেড লাইসেন্স, সেবার মূল্য তালিকা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, ল্যাবরেটরী রুম, বজ্য ব্যবস্থাপনা সবকিছু যথাযথ প্রতিয়মান হওয়ায় ফেনী পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পর্যবেক্ষক টিমের সদস্যবৃন্দের পক্ষ থেকে আপনি ও আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।’
এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার পরির্দশন টিমের আহবায়ক কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, কাউন্সিলর মাহাতাব উদ্দিন মুন্না, জয়নাল আবেদিন লিটন, ফেনী জেলা হাসপাতাল ওর্নাস এসেসিয়েশনের সভাপতি হারুন উর রশিদ, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা, স্যানেটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক প্রমূখ।
এসময় পর্যবেক্ষন টিমের আহবায়ক কাউন্সিলর লুতফুর রহমান খোকন হাজারী বলেন
সত্য,সুন্দর সব জায়গায় সুন্দর যার দৃশ্যমান আজ “সাইকা হেলথ কেয়ার” তার সব কিছুদিন যথাযথ প্রতিয়মান হওয়ায় মাননীয় মেয়র উল্লেখিত প্রতিষ্ঠানকে ধন্যবাদ পত্র প্রদান করেছেন।
তেমনি সকল প্রতিষ্ঠানকে অতি আগ্রহের সাথে এই স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
তিনি আরো জানান আমাদের সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অভিযান অব্যহত থাকবে।