১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষনের চেষ্টাঃ থানায় মামলা, অভিযুক্ত শ্বশুর আটক

admin
প্রকাশিত মে ২৬, ২০২১
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষনের চেষ্টাঃ থানায় মামলা, অভিযুক্ত শ্বশুর আটক

Sharing is caring!

বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষনের চেষ্টাঃ থানায় মামলা, অভিযুক্ত শ্বশুর আটক

 

গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ-
বগুড়ার শিবগঞ্জে নিজ পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে ওই ভিকটিম পুত্রবধূ সোমবার (২৪মে) রাতে বাদি হয়ে শিবগঞ্জ থানায়একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর পশ্চিম পাড়া গ্রামের গৃহবধূর স্বামীর মুন্নু মিয়া গত ৯মে সকাল ৬টায় দিনমজুর কাজের উদ্দেশ্যে বেড় হয়। এদিকে পুত্রবধূ (১৯) কে শ্বাশুড়ী দুপুরের খাবার ঘরে পৌঁছে দেয়। খাবার খেয়ে সে তার নিজ কক্ষে শুয়ে পড়েন। স্বামী মুন্নু মিয়া দিনভর কাজে থাকায় তার অনুপস্থিতির এই সুযোগে বাড়িতে একা পেয়ে ঘুমন্ত গৃহবধু কক্ষে প্রবেশ করে ৯মে দুপুর দেড়টায় খাটের উপর বসে পুত্রবধূকে বিভিন্ন প্রলোভন দিয়ে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। একপর্যায়ে পুত্রবধূর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

এ সময় পুত্রবধূ আত্মচিৎকার করলে লম্পট শ্বশুর তার মুখ চেপে ধরে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে শিবগঞ্জ থানায় লম্পট শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই সংক্লান্ত মামলা নং- ২৭ তারিখ-২৪-০৫-২০২১ খ্রিঃ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।