Sharing is caring!

হরিরামপুরে দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকেঃ-
মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়নে আবির হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২২’মে শনিবার সকালে চালা ইউনিয়নের বাবুপুর গোপালপুর গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় হরিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আবির ওই এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে। সে দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এলাকাবাসীসূত্রে জানা যায়, আবিরের মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে কয়েক বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় মা এবং বাবার বিয়ে বিষয়ে তাদের পারিবারিক কলোহ চলছিল বলে জানা গেছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূঈদ চৌধুরী জানান, সকালে ওই কিশোরের পরিবার থেকে জানালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপালে প্রেরণ করা হয়।
ওসি আরো জানান, পারিবারিক কলোহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এ কথা জানান তিনি।