১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভারসাম্যহীন মহিলার আতংকে রুহিয়াবাসী

admin
প্রকাশিত মে ২২, ২০২১
ভারসাম্যহীন মহিলার আতংকে রুহিয়াবাসী

Sharing is caring!

ভারসাম্যহীন মহিলার আতংকে রুহিয়াবাসী

 

 

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ-
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের ৯ নং মধুপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সলেমান আলীর মেয়ে সালমা বেগম (৪৫)

গত ১৫ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সালামা বেগম(৪৫) বিয়ে করেন বড়গাঁও ইউনিয়নের ইউনুস আলীর সাথে। বিয়ের কিছুদিন পরেই স্বামীর অকাল মৃত্যুতে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় সালমা বেগম ।

স্বামীর অকাল মৃত্যুর, ১৫ বছর হলেও মানসিক ভারসাম্যহীনতা হতে সালমা বেগম সুচিকিৎসার অভাবে আজও সুস্থ হতে পারি নাই ।

তার এই মানসিক ভারসাম্যহীন অসহায়ত্বের সুযোগকে কাজে লাগিয়ে তার সাথে যুক্ত হয়েছে এলাকার কিছু মাদকসেবীদের মাদকসেবনের টাকা ইনকামের পথ ।

অন্যদিকে মানসিক ভারসাম্যহীন সালমা বেগমের অসহায়ত্বকে কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত করছে এবং বাহিরে থেকে আশা চাকুরীরত কর্মকর্তাদের টার্গেট করছে তারা।

জানা যায়, এলাকার বাহিরে থেকে চাকুরি করতে আসা কর্মকর্তাদের বাসায় পরিকল্পিত ভাবে কাজের বুয়া হিসাবে প্রবেশ করে পরে মিথ্যা ধর্ষণের নাটক তৈরি করে তাৎক্ষনিক মাদক সেবীরা এসে কর্মকর্তার নিকট গোপনে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা হাতিয়ে নেয় ।

অন্যদিকে তার ভাই মোঃ ফরমান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার বোন মানসিক ভারসাম্যহীন তার এই দুর্বলতার সুযোগ নিয়ে এলাকার কিছু বখাটে ছেলে দের খপ্পরে পড়ে তারা আমার বোনকে ব্যাবহার করে আর্থিক উৎসবে মেতে উঠে ।

নাম প্রকাশ না করার শর্তে বাহিরে থেকে আসা চাকুরীরত কর্মকর্তাদের মনে এখন আতংক বিরাজ করছে ।