১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ২১, ২০২১
শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Sharing is caring!

শিবগঞ্জে পূজা উদযাপন পরিষদের
দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

 

 

মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ-

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২১ মে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্সে অনুষ্ঠিত হয়েছে।

বাবু রাম নারায়ণ কানু’র সভাপতিত্বে ও বাবু দুলাল চন্দ্র অধিকারীর সঞ্চালনায়, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শিশির কুমার সাহার আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকী (সিকি), কার্য নির্বাহী সদস্য হাবলু দত্ত, বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, আশীষ রায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ট্রাষ্ট্রী উজ্জল প্রসাদ কানু, সাবেক অধ্যক্ষ শ্রী চরণ মন্ডল, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট বাবু রতন কুমার সিংহ রায়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সবার সম্মতিক্রমে বাবু রাম নারায়ণ কানুকে সভাপতি ও সুবির কুমার দত্তকে সাধারণ সম্পাদক ও লক্ষ্মী নারায়ন দাস সংগ্রাম কে সহ-সভাপতি ঘোষণা করে শিবগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।