১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংড়া নব-জাগরণ সংস্থার গেইট শুভ উদ্বোধন

admin
প্রকাশিত মে ১৫, ২০২১
বাংড়া নব-জাগরণ সংস্থার গেইট শুভ উদ্বোধন

Sharing is caring!

বাংড়া নব-জাগরণ সংস্থার গেইট শুভ উদ্বোধন।

 

 

মোঃ মমিন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া নব-জাগরণ সংস্থা (বানজাস) এর গেইট আজ ১৫ মে বেলা ১০ ঘটিকার সময় শুভ উদ্বোধন করা হয়েছে।

বাংড়া নব-জাগরণ সংস্থা উপদেষ্টা মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করেন ৫নং বাংড়া ইউপি চেয়ারম্যান মোঃ হাসমত আলী নেতা।

এসময় উপস্থিত ছিলেন বাংড়া গ্রামের সম্মানিত ব্যক্তি মোঃ গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জোবায়েত হোসেন জুয়েল, সংস্থা উপদেষ্টা মফিজুর রহমান রাজা, জাকির সরকার, সংস্থার অর্থ সম্পাদক সৈয়দ আসাদুল্লাহ সহ বাংড়া নব-জাগরণ সংস্থার সহ সকল সদস্য বৃন্দ।

গেইট উদ্বোধন কার্যক্রম শেষে আলোচনা সভা
সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান লিটন।