৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দুমকিতে জোয়ারের পানিতে ডুবে গেছে মুগডাল ক্ষেত এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত শত শত কৃষক

admin
প্রকাশিত মে ২, ২০২১
দুমকিতে জোয়ারের পানিতে ডুবে গেছে মুগডাল ক্ষেত এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত শত শত কৃষক

Sharing is caring!

দুমকিতে জোয়ারের পানিতে ডুবে গেছে মুগডাল ক্ষেত এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত শত শত কৃষক।

 

 

মোঃ সবুজ উদ্দিন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কার্তিকপাশা গ্রামের মৌসুমী ফসল মুগডাল ক্ষেতের অবস্থা বেহাল জোয়ারের পানিতে তলিয়ে গেছে.।

ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক.
লেবুখালী পাগলার মোড় এর ব্রিজের গোড়া থেকে ভারানি খালের পাশ দিয়ে মৌকরন ব্রিজের গোড়া পর্যন্ত যে ভেরি ভেরিবাধ রয়েছে সেটি নতুন করে বান্ধা একান্ত জরুরী প্রয়োজন..

প্রতিদিন জোয়ারের পানিতে তলিয়ে যায় শত শত কৃষকের কৃষি. জোয়ারের পানিতে প্লাবিত হয় অনেকগুলো পরিবার.ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসীর. কিছু কিছু পরিবারকে থাকতে হয় গৃহবন্দি হয়ে

এই জোয়ারের পানির কারণে. সামনে বর্ষার মৌসুম সে সময় জোয়ারের পানি আরও বেশি উঠবে এবং তলিয়ে যাবে শত শত বাড়িঘর.।

গৃহবন্দি হয়ে থাকবে শত শত পরিবার..তাই জরুলি ভাবে বেরিবাধ টি বাধা প্রয়োজন।