১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান মে দিবস পালিত

admin
প্রকাশিত মে ১, ২০২১
গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান মে দিবস পালিত

Sharing is caring!

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান মে দিবস পালিত

 

 

মো: আ: রহমান শিপন,রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধানঃ-

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন মহান মে দিবস পালন করেছে। দিবসে কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী, আলোচনা সভা ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ। দিবসটি পালনে মে শনিবার সকালে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও হোটেল শ্রমিক জোট র‍্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি মুন্সি মো: আমিনুল ইসলাম সাজু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক আনারুল হক সরকার, শ্রমিক জোট সভাপতি শাহালম ভূইয়া, হোটেল শ্রমিক জোট আহবায়ক দিলীপ চন্দ্র দাস, যুগ্ম আহবায়ক ফজলুল হক পটল, শ্রমিক নেতা মাসুদ রানা প্রমূখ। উক্ত আলোচনা শেষে অসহায়, দুস্থ ও কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।