৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রমজানে দুস্থঃ অসহায়,এতিম ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে উন্নয়ন ফোরাম কোলা বাজার

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১
রমজানে দুস্থঃ অসহায়,এতিম ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে উন্নয়ন ফোরাম কোলা বাজার

Sharing is caring!

রমজানে দুস্থঃ অসহায়,এতিম ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে উন্নয়ন ফোরাম কোলা বাজার

 

 

প্রান্ত বিশ্বাস, ঝিনাইদহ প্রতিনিধিঃ-

প্রতি বছরের ন্যায় এবারও কোলা বাজারের স্থানীয় ও কোলা বাজার কোয়ামি মাদ্রাসার অসহায়, সবিধা বঞ্চিত ও এতিমদের মাঝে রমজানের শুভেচ্ছা ও ঈদের শুবেচ্ছা বার্তা হিসেবে নতুন পোশাক,ইফতার সামগ্রী ও উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মাহাবুবুর রহমান স্যারের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করা হয়।

 

এসকল সহযোগিতা ও শুভেচ্ছা পেয়ে সহযোগিতা পাওয়া মানুষেরা জানান পূর্বেও তারা এমন সাহায্যে সহযোগিতা পেয়েছেন, আজও পেলেন তারা অনেক খুশি হয়ে উন্নয়ন ফোরাম কোলা বাজারকে অনেক অনেক ধন্যবাদ জানান।

 

উন্নয়ন ফোরামে সভাপতি স্যার মোঃ জিল্লুর রহমান বলেন আমরা সর্বদা সবিধা বঞ্চিত মানুষের পাশে আছি প্রায় ৫ বছর ধরে আমরা মানুয়ের জন্য কাজ কাজ করে যাচ্ছি আমরা এখন আনেকটা সফল হয়েছি। আপনারাও নিজ নিজ স্থান থেকে অসহায় মানুষের জন্য কাজ করুন তাদের মাঝে রমজান ও ঈদের আনন্দ ভাগ করে নিন রমজানে জাগ্রত হোক সকলের মানবিক মানুষিকতা পূর্ণতা পাক সবার মাঝে ঈদ।