১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সেবা ফাউন্ডেশন সবর্দা অসহায় মানুষের পাশে

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১
সেবা ফাউন্ডেশন সবর্দা অসহায় মানুষের পাশে

Sharing is caring!

সেবা ফাউন্ডেশন সবর্দা অসহায় মানুষের পাশে।

 

শফিকুল ইসলাম, গোয়াইনঘাট থেকেঃ-
হাজ্বী সোহরাব আলী স্কুল ও কলেজের এস,এস,সি পরিক্ষার্থী সাঈধ এর চিকিৎসার জন্য সেবা ফাউন্ডেশন এর মূল তহবিল হতে, মোটা আশি হাজার (৮০,০০০) টাকা চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয় সাইধের পরিবারের হাতে।

চিকিৎসা আপডেট : গত ১১ তারিখে সাঈধকে চিকিৎসা শুরু করার জন্য পাঠিয়ে দেওয়া ঢাকা বি,আর,বি হাসপাতাল লিমিটেড এ।

সেখানে সাইধ এর চিকিৎসা যে ডাক্তারের তত্বাবধানে চিকিৎসা চালানোর কথা ছিলো,করোনার কারণে সে ডাক্তার হাসপাতালে আসতে রাজি হচ্ছেন না।

ফলে একই হাসপাতালের অন্য একজন ডাক্তারের তত্বাবধানে চিকিৎসার চালানো সিদ্ধান্ত নেয় সাইধ এর পরিবার। আজ অন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করার কথা রয়েছে।
সকলের নিকট দোয়া চেয়েছেন সাইধ এর পরিবার!