১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রাক্ষনবাড়িয়া সিটির ক্লাব অর্গানাইজিং মিটিং অনুষ্ঠিত।

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
রোটার‍্যাক্ট ক্লাব অব ব্রাক্ষনবাড়িয়া সিটির ক্লাব অর্গানাইজিং মিটিং অনুষ্ঠিত।

Sharing is caring!

ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ একটি রেষ্টুরেন্টে ৩০ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা থেকে আগত সদ্য সাবেক জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি নাফিজুল আলম,প্রাক্তন রোটার‍্যাক্টর সাইদ আহমেদ টুটুল,রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সাউথ এর সাবেক সভাপতি রো.সাজ্জাদ হোসাইন,রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা নিউসিটির সদ্য সাবেক সভাপতি রো.এ আর মো. মানিক সরকার,রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা সানরাইজ এর সভাপতি রো.সাইফুল ইসলাম রকি,সহিদুল ইসলাম অপু,ফয়সাল উদ্দিন ভূইয়া, সুজন আহমেদ,বাবলু হোসাইন,জুয়েল আহমেদ,
সায়মন ওবায়েদ শাকিল,নিশা,ফারজানা,অলকা,সূচনা
জান্নাত আক্তার,সিরাজুল ইসলাম ইমন,সানিউর রহমান,তারিন আক্তার সহ অন্যান্য রোটার‍্যাক্টর বৃন্দ।