১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাফলংয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২১
জাফলংয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

Sharing is caring!

জাফলংয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন।

শফিকুল ইসলাম, গোয়াইনঘাট থেকেঃ-

জাফলংয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবস পালন করছে জাফলং কিন্ডারগার্টেন স্কুল। যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী দিবসের মূল পর্ব ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো খেলাধুলা ও ছাত্রছাত্রীদের নৃত্য ও দেশাত্মবোধক গান ও পুরস্কার বিতরণী। উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আমজাদ বকসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সালাহউদ্দিন ও পিসি দ্বীপের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং পিয়াইন পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও জাফলং নিউজ ২৪.কম এর সম্পাদক ইমরান আহমদ সুমন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোয়েশনের সভাপতি নুরুল ইসলাম।