১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাণীশংকৈল রামপুর বাজারে ১৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২১
রাণীশংকৈল রামপুর বাজারে ১৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে

Sharing is caring!

রাণীশংকৈল রামপুর বাজারে ১৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে

মোঃ পারভেজ হাসান,ঠাকুরগাঁও থেকেঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নন্দুয়ার ইউনিয়নের রামপুর হাটে ১ দিনের অভিযানে প্রায় ১শত ৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পাওয়া গেছে।
জানা গেছে, ২৪ মার্চ বুধবার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ১ একর ৫৫ শতক হাটের জমি দখল মুক্ত অভিযান পরিচালনা করেন।

এ সময় অভিযানে সহযোগিতা করেন তহসিলদার, জাহিরুল ইসলাম , এ এস আই মাহামুদুল হাসান,সাব ইন্সপেক্টর বদিউজ্জামান ,সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি বলেন, হাটের ১ একর ৫৫ শতক জমি স্থানীয়রা অবৈধ ভাবে দখল করে কাঁচা পাকা স্থাপনা নির্মান করে সরকারি রাজস্ব ফাঁকী দিয়ে বসবাস সহ ব্যবসা বানিজ্য করে আসছে । অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য এর আগে নোটিশসহ বলা হয়েছে । তার পরেও কোন কর্নপাত না করায় আইনগত ভাবে নিয়মনীতি অনুযায়ী গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পরবর্তীতে প্রকৃত দোকানদারদের ঘর প্রদানের জন্য সুপারিশ করা হবে ।