১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী ওয়াক্কাস অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী ওয়াক্কাস অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

Sharing is caring!

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী ওয়াক্কাস অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

 

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি (মনিরামপুর) মাদানী নগর মাদ্রাসার মোহতামীম মুফতী মোহাম্মদ ওয়াক্কাস সাহেব অসুস্থ , উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

মুফতী ওয়াক্কাস সাহেব অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসার যশোর জন্য যশোর ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়, এবং পরবর্তীতে হুজুর কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হবে তাকে। গলায় ফুঁসফুঁস ধরা পড়েছে তার। যশোরে করোনা টেষ্টের পর করোনার ফলাফল নেগেটিভ এসেছে।

এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তির জন্য বলেছেন তার দায়িত্বে নিয়োজিত থাকা চিকিৎসক। এজন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এদিকে তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ সহ সারাদেশের আলেম উলামা সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।