১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ওসির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২১
ঠাকুরগাঁওয়ে ওসির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

Sharing is caring!

ঠাকুরগাঁওয়ে ওসির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

মোঃ পারভেজ হাসান,ঠাকুরগাঁও থেকেঃ-

ঠাকুরগাঁওয়ে ওসির নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপড় হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে কক্ষ থেকে বের হয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আব্দুল লতিফ লিটুর অভিযোগ, গত ৭ মার্চ অনুষ্ঠান উপলক্ষে জেলার রাণীশংকৈল থানায় অশ্লীল নৃত পরিবেশনের সংবাদ তুলে ধারায় রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের লেলিয়ে সভাকক্ষে বেধরক মারপিট করে।

পরে অন্যন্যা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় অন্যান্যসহকর্মীরা সাংবাদিক লিটুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টোসহ সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি অনাকাঙ্খিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।