১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ছেলে ধরা বা কল্লাকাটা গুজব ঠেকাতে পটুয়াখালী পুলিশ প্রশাসনের উদ্দ্যোগ

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯
ছেলে ধরা বা কল্লাকাটা গুজব ঠেকাতে পটুয়াখালী পুলিশ প্রশাসনের উদ্দ্যোগ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ “পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব ঠেকাতে এবং “ছেলেধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন” এবং আইন নিজের হাতে নিবেন না, বিভিন্ন শ্লোগান নিয়ে পটুয়াখালী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্দ্যোগ ও কর্মসূচী পালন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানে পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণ করে আসছে বেশ কয়েকদিন আগে থেকেই।

এবিষয়ে অভিযোগ পত্রিকার প্রতিনিধির সাক্ষাৎকারে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, এই কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে আমি নিজেই গুজব নিরসনে প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এই কার্যক্রম চলমান থাকবে।এছাড়াও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলার সকল থানার পুলিশ সদস্য এই সচেতনতা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই অংশ হিসেবে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার পূর্বে ৭.১৫ ঘটিকায় এসেম্বিলিতে যোগ দিয়ে ছাত্র ও অভিভাবকদের বিভিন্ন সচেতন মূলক বক্তব্য দেন। এর পরে তিনি পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে এসেও এই বক্তব্য প্রদান করেন।

তিনি আরো বলেন আমাদের এই কার্যক্রম পটুয়াখালী জেলা পুলিশের সকল অফিসারদের নিয়ে প্রতিটি স্কুল ও কলেজগুলোতে চলবে।এবং কোথাও সন্দেহ জনক ভাবে কোন নীরহ মানুষ যেন গনপিটুনির স্বীকার না হয় সেজন্য স্থানীয় সকল জন গনকে সাথে নিয়ে সতর্কতা অবলম্বন করার লক্ষ্যে সচেতনতা মুলক আলোচনা সভা উঠান বৈঠক চলমান রয়েছে।

গুজব প্রতিরোধে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম চলছে এছাড়া আমার থানার পুলিশ সদস্যদের নিয়ে প্রতিটি গ্রাম গন্জেও এই কার্যক্রম অব্যাহত রেখেছি। কাউকে সন্দেহ করে গনপিটুনি দিয়ে মারা ফৌজদারি অপরাধ তাই এই ধরনের অপরাধ ঠেকাতে আমাদের করা নজরদারি রয়েছে সব সময়।