১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকের উত্তর খুরমায়’ গরুর পেট কেটে বাচ্চা রেখে মাংস নিয়ে পলাতক দূর্বৃত্তরা

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
ছাতকের উত্তর খুরমায়’ গরুর পেট কেটে বাচ্চা রেখে মাংস নিয়ে পলাতক দূর্বৃত্তরা

Sharing is caring!

ছাতকের উত্তর খুরমায়’ গরুর পেট কেটে বাচ্চা রেখে মাংস নিয়ে পলাতক দূর্বৃত্তরা

 

সোহেল মিয়াঃ ছাতক উপজেলাধীন” উত্তর খুরমা ইউনিয়নে রাতের আধারে গাভি গরু চুরি করে , গরুর পেট কেটে একটি মৃত বাচ্ছা ও চামড়া রেখে মাংস নিয়ে উধাও দূর্বৃত্তরা ।

উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামে ঘটনাটি ঘটে,গরুটির মালিক বড় বিহাই গ্রামের ফজল উদ্দিন,ফজল উদ্দিন জানান,

২৬ ( নভেম্বর) রাত থেকে গরু খুজে পাচ্ছেনা,

সকালে কৃষকরা আমন জমির ধান কাটতে গেলে ধান ক্ষেতের মাঝ খানে, গরুর চামড়া, মৃত একটি বাচ্চা ও জবাই করা রক্ত দেখতে পায়। এলাকা বাসীর দাবী বিষয়টি যেন আইনের আওতায় এনে খতিয়ে দেখা হয়।