২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সব্দলপুর_সমাজ_কল্যাণ_সংস্থার উপদেষ্টা মন্ডলীর জনাব ফজির আলী সাহেব কে, শুভেচ্ছা জানানো হয়।

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯
সব্দলপুর_সমাজ_কল্যাণ_সংস্থার উপদেষ্টা মন্ডলীর জনাব ফজির আলী সাহেব কে, শুভেচ্ছা জানানো হয়।

Sharing is caring!

 

শেখ মোঃ ছাদিম,বিশেষ প্রতিনিধিঃ
সব্দলপুর_সমাজ_কল্যাণ_সংস্থার পক্ষ থেকে
সব্দলপুর গ্রামের অহংকার ও বিশিষ্ট সমাজ সেবক, মধ্যপ্রাচ্য প্রবাসী
জনাব_মোঃ_ফজির_আলী সাহেবকে সব্দলপুর_সমাজ_কল্যাণ_সংস্থার উপদেষ্টা মন্ডলীর সভাপতি হিসেবে শুভেচ্ছা জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ
মোঃ আনহার আহমদ মারনুষ (উপদেষ্টা সদস্য)
আজাদুর রহমান (প্রতিষ্ঠাতা সদস্য)
এডবুকেট জাহেদ আহমদ (প্রতিষ্ঠাতা সদস্য)
মোঃবুলবুল আহমদ (সদস্য)
মোঃসুবেল মিয়া (সদস্য)
মোঃইব্রাহিম আহমদ(সদস্য)
হাফিজ বাহার মিয়া(সদস্য)
মোঃরাসেল মিয়া (সদস্য)
মোঃ হাবিব আহমদ(সদস্য)
মোঃইকবাল মিয়া(সদস্য)
প্রমুখ