১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিচারক হত্যা দিবস পালন করা হয়

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিচারক হত্যা দিবস পালন করা হয়

Sharing is caring!

ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিচারক হত্যা দিবস পালন করা হয়

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

২০০৫ সালের নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ঝালকাঠির দুই বিচারককে হত্যা করে।

১৪/১১/২০২০ইং তারিখ শনিবার সকালে শ্রদ্ধা ও ভালবাসায় দিনটিকে স্মরণ করছেন ঝালকাঠির বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন ।

নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনুসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরগন।

পরে আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে শোক সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

২০০৫ সালের এই দিনে সকাল ৯ টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাবার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে এই নৃশংস হামলা চালানো হয়ে ছিলো । ঘটনাস্থলেই মারা যান বিচারক সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃতু হয় বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ের।

এ ঘটনায় দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।