১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডিস ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
ডিস ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

Sharing is caring!

 

ডিস ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

 

মোঃ আব্দুল জলিল,আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সহির উদ্দিনের উপর মামলা চালিয়েছে স্থানীয় সানোয়ার বাহিনী। এসময় প্রতিপক্ষের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

হামলাকারীরা হলেন, সানোয়ার (৫৭), নয়ন (২৮), রাজু (২৪), নিলয় (২২), অমিত হাসান দিপু (২১) ও মিরাজ (১৪) ।

মঙ্গলবার রাতে এঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী সহির উদ্দিন । বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. এমদাৎ।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশুলিয়ার বগাবাড়ি এলাকা বসুন্ধরা মাঠের পাশে বুধবার বিকেলে সহির উদ্দিনের ডিস লাইনের তার কেটে নতুন সংযোগ দেওয়ার চেষ্টা করে স্থানীয় সানোয়ার ও তার লোকজন।

এসময় ব্যবসায়ী সহির উদ্দিন বাধা দিতে এগিয়ে গেলে তাকেসহ সানোয়ার, দীন-ইসলাম ও অওসমান মৃধাকে মারধর করে সন্ত্রাসীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী সহির উদ্দিন বলেন, ওই এলাকায় তার দীর্ঘদিনের ডিস ব্যবসা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে স্থানীয় সানোয়ার বাহিনী। এর আগেও কয়েকবার তার ডিসের সংযোগ কেটে দেয়া হয়।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাৎ বলেন, অভিযোগ তদন্ত করে সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।