১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আমি দায়ি নয় দায়ি এই ধরনের সমাজের

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
আমি দায়ি নয় দায়ি এই ধরনের সমাজের

Sharing is caring!

আমি দায়ি নয় দায়ি এই ধরনের সমাজের

 

মোঃ পাপুল মিয়া,সাভার (ঢাকা) প্রতিনিধিঃ-
এই ছেলেটির জেলা কিশোরগঞ্জ থানা পাঠোন্দে
গ্রাম চর লক্ষে তিনি বর্তমানে সাভার আশুলিয়া জামগড়া মোল্লা বাড়ি মসজিদ সংলংগ একটি ভারাটিয়া বাসায় থাকেন।

গত ২৫/০৯/২০২০/ তারিখে তার ওয়াইফ পরকিয়ায় ধরা খায় এবং সে না বলে চলে যায় কোথায় তা এই ছেলেটি জানেনা সে খুবই মরমাহিত যে তার একটি ছোট্টো খোকা আছে ঐ মহিলার সংগে সে তার বাড়িতে খোজ নেন ও শশুর বাড়িতেও খোজ নেন কিন্তু কোনো লাভ হয়নি সে নিজেকে শান্তনা দিতে পারছে না সে কি করবে কেনোই বা বাচবে।

সমাজের মধ্যে এই চিএ তুলে ধরার কারন ঐ মহিলা যদি কোনো দিন অন্নো প্রোচনায় মারা পরে তাহার জন্য আমি দায়ি নয় দায়ি এই ধরনের সমাজের।

প্রোশাসন ও জন সাধারনের কাছে আমার এই বিনিতো আবেদন আমার ছোট্টো কলিজার টুকরা ছেলেটি পায়ার জন্য সার্ভিক সহায়তা কাম্য।

পরি শেষে একজন হতভাগা পিতা ছেলের পথ চেয়ে বসে আছে।