১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শ্রীবরদীতে হত্যামামলার মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
শ্রীবরদীতে হত্যামামলার মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

Sharing is caring!

শ্রীবরদীতে হত্যামামলার মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

 

মোঃতারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১০ নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্র‍ীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে দুদু মিয়া ও একই গ্রামের আবু জাফর ওরফে সুরুজের ছেলে আল আমিন।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ঝিনাইগাতী থানার কোনাগাও গ্রামের চাঞ্চল্যকর কিশোর বিল্লাল হত্যা মামলায় মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি আল আমিন ও দুদু মিয়া দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই শফিকুর রহমান, এ.এস.আই নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল ছদ্মবেশে শ্রীবরদী উপজেলার পোড়াগড় এলাকায় অভিযান চালিয়ে ওই ২ আসামিকে গ্রেফতার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানায়, মৃত্যুদণ্ডের পর থেকে তারা দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমের তত্বাবধানে অবশেষে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।