Sharing is caring!

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃআসন্ন সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনীয় সংবিধান অনুযায়ী গতকাল ছিলো প্রচারণা শেষ দিন।
প্রচারণার শেষ দিনে এ জি এস পদে ব্যালট নং ৮ এর ভোট চেয়ে ব্যাপক ভাবে প্রচারণা কাজ শেষ করেছেন এ জি এস পদ প্রার্থী আশিকুর রহমান আশিক।
প্রচারণা সময় ব্যাপক পরিমান শিক্ষার্থী আশিকুর রহমান এর জন্য এ জি এস পদে ভোট চেয়েছেন।
প্রচারণার শেষে আশিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা জানেন আমার চাচা ভিপি মনির এই কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি ছিলেন সে এই কলেজের উন্নয়ন কাজে ব্যাপক পরিমান অবদান রেখে গেছেন আমি তার ভাতিজা হিসেবে আপনার কাছে এ জি এস পদে আপনাদের দোয়া এবং ভোট কামনা করছি।
আপনারা যুদি আমাকে এ জি এস পদে নির্বাচিত করেন তবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি এই কলেজ কে একটি আধুনিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করবো ও ধূমপান মুক্ত কলেজ ক্যাম্পাস হিসেবে আপনাদের উপহার দিবো। আমি আরো বেশ কিছু দিক লক্ষ করেছি আমাদের কলেজ কেম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি মসজিদ এবং একটি ক্যান্টিন এর ব্যবস্থা করা দরকার তার জন্য আপনাদের সকল শিক্ষার্থীদের নিয়ে অডিটোরিয়াম রুমে একত্রিত হয়ে মন্ত্রী মহাদয়ের কাছে জোরালো আবেদন করবো যেন মন্ত্রী মহাদয় আমাদের মসজিদ এবং কেন্টিন এর ব্যবস্থা করে দেন।