১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন, প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০
নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন, প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

 

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের উদ্যোগে দৌলতখান পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতখান মার্কাজ মসজিদের সামনে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় মাওলানা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা মাহাবুবুর রহমান , মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল্লাহ সাহেব, মাওলানা মুসলেউদ্দিন, মাওলানা নোমান কাশেমী সাহেব, মাওলানা ফয়জুল্লাহ , প্রতিবাদ সভায় দোয়া মোনাজাত পরিচলানা করেন মাওলানা শফী উদ্দিন সাহেবসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করা এটা ইসলাম ধর্মকে ব্যাপকভাবে হেয় করা হয়েছে। কটুক্তিকারীরা সবাই নাস্তিক। তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এছাড়াও দেশবাসীকে ফ্রান্সের সকল পণ্য বয়কটের দাবিও জানান তারা।