Sharing is caring!

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:-
মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে র্যালিটি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহি অফিসার চৌধুরী রওশন ইসলামের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি খাতুন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসার ইমরান, পুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।