১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিল নারীরা

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
ঝিনাইদহে সিঁদুর খেলায় মেতেছিল নারীরা

Sharing is caring!

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিল রমনীরা। সকালে শহরের বারোয়ারি পুজা মন্দির, কালীতলা পুজা মন্দিরসহ জেলার বিভিন্ন স্থানের মন্ডপে মন্ডপে হিন্দু বিবাহিত রমনীরা পূজা শেষে পুষ্পাঞ্জলীর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন।

 

পুজা শেষে লাল টকটকে সিঁদুর দেবী দুর্গার পায়ে নিবেদন করেন তারা। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।

 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)র মাধ্যমে বিবাহিত হিন্দু নারীরা স্বামী ও সন্তানের দীর্ঘায়ূ কামনা করেন।