Sharing is caring!


জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ- ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। ছাতক উপজেলার ইসলাম পুর ইউনিয়নের কুছবাড়ী গ্রামের বাসিন্দা ,ছাতকের সবার পরিচিত হেলাল হাজী শনিবার দিবাগত রাত সাড়ে এগারো ঘটিকার সময় ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । আলহাজ্ব মোঃহেলাল উদ্দিনের আকস্মিক মৃত্যুতে ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সাংসদ জননেতা মুহিবুর রহমান মানিক এমপি,সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন , সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ , ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃফজলুর রহমান, পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।