Sharing is caring!


প্রতিনিধি নারায়ণগঞ্জ ঃ সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মহিলা বিষয়ক সম্পাদিকা পদ প্রার্থী সরকারি মুড়াপাড়া কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী শাকিলা আক্তার আজ কলেজ কেম্পাসে নির্বাচনীয় প্রচারণা শুরু করে। নির্বাচনীয় প্রচারণা সময় তার সাথে অংশ নেয় কলেজ শাখা ছাত্রলীগ এবং তার সহ কর্মীরা। প্রচারণা শেষ শাকিলা আক্তার বলে আমি মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আপনাদের সকলের দোয়া এবং ভোট প্রত্যাশা করি এবং আমি আশা করি আগামী ২৭ তারিখ আপনাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে আপনাদের সার্বিক সেবা ও কলেজের উন্নয়ন করার সুযোগ করে দিবেন আর আমি যুদি সেই সুযোগ পাই তবে আমি প্রথমেই মেয়েদের জন্য একটা নামাজের রুমের ব্যবস্থা করে দিবো আমার ব্যালট নং ২০