Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
আজ( ২০জুলাই) শনিবার দুপুর ১টার সময় দক্ষিন খুলশি ভি আই পি আবাসে এলাকায় পরিদর্শন করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সাথে ছিলেন ১৩ পাহাড়তলী ওয়ার্ড মাননীয় কাউন্সিল জনাব আলহাজ্ব হোসেন মোহাম্মদ হিরণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ_সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ_আকবর_হোসেন (স্বপন), টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাইদুল কবির (বাহার) দঃ খুলশী ভিআইপি আ/এ পরিদর্শনকালে ডাঃ সেলিম আক্তার চৌঃ/প্রধান স্বাস্থ্য কর্মকর্তা/চসিক এর বাসভবনে চা-চক্র এবং ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি জনাব নাদিরা সুলতানা (হেলেন) এর বাসভবনে মধ্যাহ্ন ভোজে ওয়ার্ড আওয়ামী লীগ; চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ’র কার্যনির্বাহী সদস্য জনাব মাসুদ_রেজা ১৩ নং স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম, আব্দুল করিম সহ অঙ্গসংগঠনের অন্যান্ন সম্মানীত নেতৃবৃন্দ।