১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ খুলশি ভি,আই,পি আবাসিক এলাকা পরিদর্শন সিটি

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯
দক্ষিণ খুলশি ভি,আই,পি আবাসিক এলাকা পরিদর্শন সিটি

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

আজ( ২০জুলাই) শনিবার দুপুর ১টার সময় দক্ষিন খুলশি ভি আই পি আবাসে এলাকায় পরিদর্শন করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সাথে ছিলেন ১৩ পাহাড়তলী ওয়ার্ড মাননীয় কাউন্সিল জনাব আলহাজ্ব হোসেন মোহাম্মদ হিরণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লী‌গের সাধারণ_সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ_আকবর_হোসেন (স্বপন), টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাইদুল কবির (বাহার) দঃ খুলশী ভিআই‌পি আ/এ প‌রিদর্শনকা‌লে ডাঃ ‌সে‌লিম আক্তার চৌঃ/প্রধান স্বাস্থ্য কর্মকর্তা/চ‌সিক এর বাসভব‌নে চা-চক্র এবং ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপ‌তি জনাব না‌দিরা সুলতানা (হে‌লেন) এর বাসভব‌নে মধ্যাহ্ন ভোজে ওয়ার্ড আওয়ামী লীগ; চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ’র কার্য‌নির্বাহী সদস্য জনাব মাসুদ_রেজা ১৩ নং স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম, আব্দুল করিম সহ অঙ্গসংগঠ‌নের অন্যান্ন সম্মানীত নেতৃবৃন্দ।