Sharing is caring!

এস আল-আমিন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী ও সুপরিচিত এই লাউকাঠী ইউনিয়ন ও নবগঠিত মৌকরন ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবিতে গত ১৯/০৭/১৮ ইং তারিখে বিকেল ৫ টার সময় শহীদ স্মৃতি বিদ্যানিকেতন লাউকাঠী হাই স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আলতাফ হোসেন মাষ্টার, এ্যাড.আশীষ চক্রবর্তী,স্কুল কমিটির সভাপতি মোঃ ইসহাক সিকদার,আব্দুল রাজ্জাক,সাবেক মহিলা সংরক্ষিত আসনে ইউপি সদস্য ইসমত আরা বেগম ও সাবেক ইউপি সদস্য মোঃ হারুন শরীফ।এবং সভার সন্জ্ঞাচালনায় ছিলেন কাজী দেলোয়ার হোসেন দীলিপ।
এছাড়াও নির্বাচনী প্রতিবন্ধকতা নিয়ে নিমিত্তে ব্যাখ্যা করেন এ্যাড.আশীষ চক্রবর্তী ও নির্বাচনের পক্ষ আলোচনা করেন, মোঃ জাফর সিকদার,আফজাল শরীফ,আবু জাফর রিপন,রানা সিকদার,শাহিন মুন্সি,আল-আমিন,নাজমা বেগম,আলনুর আক্তার (সেলিনা),ঝর্না বেগম,রুকসানা আক্তার,জসিম,বাবুল, সহ উপস্থিত আরো অনেকে।
সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচনী আন্দোলন কমিটি ঘটন এবং নির্বাচনী প্রতিবন্ধকতা ও সমস্যা সমাধানের জন্য কয়েক দফা দাবি গৃহীত হয়।
১.পটুয়াখালী জেলা-প্রশাসক এর মাধ্যমে নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করা।
২.নির্বাচনের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি ও সাংবাদিকদের কাছে স্মারকলিপির কপি হস্তান্তর করা।
৩.সাবেক লাউকঠী ইউনিয়নের প্রতিটি ইউনিটে নির্বাচনের দাবিতে আন্দোলন কমিটি ঘটন।
৪.জনমত তৈরীতে লিফলেট,চিঠি, পোস্টার ছাপানো ও বিতরনের কাজ দ্রুত সম্পন্ন করা।
৫.দ্রুত জনমতে তৈরীতে দুই ইউনিয়নে মাইকিং করে ও গন-সাক্ষর এর মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করা।