২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
কালিয়াকৈরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু:
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কালিয়াকৈর উপজেলা মৎস্য দপ্তর।
“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগান নিয়ে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় বিভিন্ন এলাকায় নদীতে ও খাল-বিলে ভ্রাম্যমান অভিযান চালানোর বিষয়টি উল্লেখ করা হয়। অভিযান চালিয়ে কারেন্টজাল, বেড় জাল দিয়ে মাছ নিধন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাল ধবংস করার আশ^া সপ্রদান করেন মৎস কমর্ কর্তাগন।
এছাড়া সংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা মৎস কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিয়া বলেন, বিভিন্ন বাজাওে অভিযান চালিয়ে পিরান হাসহরা ক্ষুসে মাছ বিক্রয় কারীদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সভায় আরো বক্তব্য রাখেন- সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহীসদস্য যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলিম, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তারা জাতীয় মৎসসপ্তাহ উপলক্ষে ১৭জুলাই থেকে ২৩ জুলাই পযর্ন্ত ৭ দিনের কর্ম সূচীর বিষয়ে আলোচনা করেন।