Sharing is caring!

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
যানজট ও জলজট থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, (ই) পিএসসি, বিএন এর প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
তিনি আজ( ১৮ জুলাই) সকাল ১১টায় বন্দর-পতেঙ্গার ৬ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে তাঁর দফতরে এক মতবিনিময় সভায় উপরোক্ত মত প্রকাশ করেন।
এ সময় জনাব সুজন বলেন, আমাদের বাপ দাদার ভিটে মাটির উপর চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত। ভৌগলিক কারণে এখানে চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হয়েছে। বন্দর প্রতিষ্ঠা হওয়ার কারণে দেশের অর্থনীতিতে এক যুগান্তকারী সম্ভাবনা সৃষ্ঠি হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর তাঁর দক্ষতায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ট বন্দরের তালিকায় স্থান করে নিয়েছে। আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ স্থান করে নিবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের আশাতীত সাফল্যে আমরা সবাই গর্বিত।
মতবিনিময় করছেন খোরশেদ আলম সুজন
তবে অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে, বন্দরের কারণে জায়গা জমি হারিয়ে আমরা এখন নিজভূমে পরবাসী। বন্দর কেন্দ্রিক যানজটের কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বন্দরের বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামো নির্মাণের কারণে আমরা এখন জলাবদ্ধতার শিকার। বিভিন্ন এলাকায় পানি নিস্কাশনের যে খালগুলো পূর্বে ছিল বন্দরের স্থাপনার কারণে সেগুলো ভরাট হয়ে ক্রমান্বয়ে নালায় পরিণত হয়েছে। বন্দরের স্কুল কলেজে এলাকার ছেলেমেয়েদের ভর্তির সুযোগ খুবই অল্প। বন্দরের হাসপাতালেও এলাকার জনসাধারণের চিকিৎসা সেবার সুযোগ নেই বললেই চলে। তাছাড়া দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে চাকুরির নিয়োগও বন্ধ।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে স্থাপিত অফডক কন্টেইনার ইয়ার্ডগুলোর জন্য কার্যত ঐ সকল এলাকার জনগনের জীবন যাত্রা অচল হয়ে পড়েছে। অফডক ইয়ার্ডগুলোর ভারী যানবাহন তথা কন্টেইনার লরি, ট্রাক এবং কাভার ভ্যানের কারণে বিমানবন্দর সড়কটি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে।