২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত

Sharing is caring!

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গরু হৃষ্টপুষ্টকরণে এন্টিবায়োটিক ও স্টেরয়েড ব্যবহারের ক্ষতিকর দিক, নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও উপজেলা ডেইরী
ফার্ম মালিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রাণিসম্পদক কর্মকর্তা ডাঃ নিখিল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহীন সুলতানা, দৈনিক আজকের সারাদিন পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি ফারজানা আক্তার, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ শাহ নবী, সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক নূর আহম্মদ ছোটন প্রমুখ।