২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মোঘলা বাজার হরিনাথপুর গ্রামের একটি কালভার্ট এর কাজ সম্পুর্ণ, দুটি মুখ ভরার্ট না হওয়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ।

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯

Sharing is caring!

শেখ মোঃ ছাদিম, বিশেষ প্রতিনিধিঃ ৮নং মোগলাবাজার ইউনিয়নের হরিনাথপুর গ্রামের একটি কালভার্ট এর কাজ সম্পুর্ণ হয়েছে কিছুদিন পূর্বে, কিন্তু কালভার্ট এর দুটি মুখ ভরার্ট না হওয়ার কারণে এলাকার একমাত্র এ রাস্তাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জালালপুর অনিলগঞ্জ হয়ে এ রাস্তাটি রেঙ্গা মাদ্রাসা হয়ে মোগলাবাজার ও সিলেট শহরে একমাত্র এই রাস্তাটি দিয়ে প্রতিদিন এলাকার কয়েক হাজার মানুষ ও ছাত্র-ছাত্রী রেঙ্গা-হজিগঞ্জ মাদ্রাসায় যাতায়াত করেন থাকেন, এলাকার ভুক্তভুগী মানুষের দাবি এ কালর্ভাট টির দুটি মূখ তাড়াতাড়ি ভরার্ট করে মানুষের চলা চলের ব্যবস্থা করার অনুরুধ জানান এলাকা-বাসী।