১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
শিবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Sharing is caring!

 

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:-
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে বুধবার সকালে মতবিনিময় করেছেন শিবগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর শিবগঞ্জ ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বরুন কুমার মন্ডল সহ বিভিন্ন প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রসঙ্গতঃ জাতীয় মৎস সপ্তাহ ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে।