১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯
শিবগঞ্জে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

Sharing is caring!

 

সিফাতুল্লাহ, শিবগঞ্জ প্রতিনিধি:-
‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই স্লোগানকে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্তরে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ১ ( শিবগঞ্জ )আসনের সংসদ সদ্যস ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি খাতুন, উপজেলা কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, ছাত্র-ছাত্রী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অাগত স্থানীয় কৃষকগণ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রসঙ্গত এবছর মেলায় ১৬ টি স্টল অংশ গ্রহন করে।