১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে ত্রিপুরার পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙ্গে ২০ গ্রাম বন্যায় প্লাবিত

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে ত্রিপুরার পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙ্গে ২০ গ্রাম বন্যায় প্লাবিত

Sharing is caring!

ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় ভারতীয় হাওড়ানদীর ভাঙ্গনে আজ সোমবার ঢাকা-আগরতলা আন্তর্জাাতিক সড়ক ও স্থলবন্দরসহ ২০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। আখাউড়া উপজেলার মোগড়া, মনিয়ন্ধ ও দক্ষিণ ইউনিয়নের দুই হাজারের বেশি মানুষ পানি বন্ধি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো পানিতে তলিয়ে যাচ্ছে।
উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের মানুষ ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন। ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত, ফসলি জমি, পুকুরসহ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর।
অতি বৃষ্টি ও ভারতীয় ত্রিপুরার পাহাড়ী ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট কার্যালয় হয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।
গতকাল সকালে আখাউড়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে কর্ণেল বাজার এলাকা দিয়ে প্রবেশ করা পাহাড়ী ঢলের পানিতে উপজেলার মনিয়ন্দ, মোগড়া দক্ষিণ ইউনিয়নের, খারকুট, মিনারকুট, কুড়িবিল, পদ্মবিল, টনকি, ইটনা, কর্ণেল বাজার, খলাপাড়া, কুসুমবাড়ি, আওরারচর, উমেদপুর, সেনারবাদি, ছয়ঘরিয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, বাগানবাড়ি, নোয়াপাড়া, নিলাখাত, টানুয়াপাড়া, ধাতুর পহেলা, চরনারায়নপুর ও আদমপুর কালিকা পুর,আবদুল্লাহ পুর,বীরচন্দ্র পুর,বঙ্গের চরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের রোপা ফসলি জমি ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। এছাড়াও তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট।

উপজেলার মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, তার ইউনিয়নের কৃষকের সবজি ক্ষেত ও ঘরবাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ত্রিপুরার পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হওয়ায় পুকুরে মাছ ভেসে যাচ্ছে।

দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, ত্রিপুরা রাজ্যের পাহাড়ী ঢলের পানি কালন্দি খাল দিয়ে সামনের দিকে দ্রুত সরতে পারছে না। অন্যদিকে হাওড়া নদীর বাঁধ ভাঙ্গার কারণে দক্ষিণ ইউনিয়নের কয়েকটি গ্রামে পানি প্রবেশে মানুষের দুর্ভোগ বেড়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে হাওড়া নদীর বাঁধ ভেঙে আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে যাদের বসতঘর ঝুঁকিপূর্ণ (মাটির ঘর) তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হচ্ছে।পানিতে ক্ষতি গ্রস্থদের মাঝে তাৎক্ষনিক ১০ মে:টন চাল ও শুকনা খাবার বিতরন করা হয়েছে।