১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

টেকনাফের শীর্ষ ইয়াবা কারবারি জামাল সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাহিরে

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
টেকনাফের শীর্ষ ইয়াবা কারবারি জামাল সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাহিরে

Sharing is caring!

এইচ এম আমান, কক্সবাজার থেকেঃ কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার শীর্ষ ইয়াবা ও স্বর্ণ ব্যাবসায়ি জামাল সিন্ডিকেট এখনো থরাছোঁয়ার বাহিরে রয়েছে। এক সময় যুবদলের নেতা ছিল। বর্তমানে যুবলীগ নেতা। সে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত বছর কানজর পাড়ার পিচ্চি বাবুল তাদের ১০টি স্বর্ণের বার কেড়ে নিয়ে পালিয়েছিল। ওই ঘটনায় স্বর্ণ ব্যাবসায়ি শাহজালালকে টেকনাফ থানার সাবেক ওসি মঈন উদ্দিন আটকও করেছিলো। কিন্তু বড় বড় নেতাদের তদবিরে মোটা অংকের টাকা বিনিময়ে বের হয়ে আসে। তার সিন্ডিকেটে রয়েছে জামাল, মিনাবাজারের মোনাফ মেম্বারের ছেলে মামুন প্রকাশ (ইয়াবা মামুন)। প্রশাসনের সকল গোয়েন্দা সংস্থাদের প্রতি দেশ ও জাতির স্বার্থে তাদেরকে আইনের আওতায় আনা জরুরী। এদের আয়ের উৎস ও সপ্তাহে কয়েকটা গাড়ী, টাইস্ দিয়ে বড় দালানের বাড়ি কি ভাবে করেছে! তিন জনে এতো সম্পদের মালিক কি করে হলো! সঠিক তথ্য প্রমাণ বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার জোর দাবী জানিয়েছে এলাকাবাসি।