২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সলিমগঞ্জ কলেজে নবীনবরণ অনুষ্টিত।

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০১৯
সলিমগঞ্জ কলেজে নবীনবরণ অনুষ্টিত।

Sharing is caring!

 

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি

ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজে ২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল ১৩জুলাই শনিবার দুপুরে সলিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,এমপি বলেন আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের হাল ধরবে। দেশ-জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকেই সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও দক্ষ জনসম্পদ হিসেবে যতনের সাথে গড়ে তুলতে হবে। তাদের সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত শিক্ষাসহ জ্ঞান-বিজ্ঞানের মহাসড়ক শিক্ষার্থীদের সামনে উন্মোচিত করতে হবে। প্রকৃত জ্ঞান দানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়নের দিকেও জোর দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,আওয়ামীলীগ নেতা সফিউল আলম,মাহবুবুর রহমান (পরশ),নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়,প্রফেসর মোহাম্মদ মুতিউর রহমান,সলিমগঞ্জ কলেজের উপাধক্ষ্য গোলাম মাওলা খান (দিপু),মোশারফ হোসেন,দেওয়ান আফতাবুল আলম, সলিমগঞ্জ কলেজের সহকারি অধ্যাপক মো.বশিরুজ্জামান ,প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম,জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদল,সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী, কলেজর গভনিংবডির সদস্য এস.এম.বাদল মাহমুূদ,গাজী সাইফুল রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রাহমান লাল মিয়া,সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।